মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকারীন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপপতিত্ব করেন মিউমাশিসের সাবেক সহসভাপতি ও হাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম।
মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি শেখ নুরুল আলম, বিশেষ অতিথি মো. নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, প্রধান শিক্ষক খোরশেদ আলম, মো. সুলতান উদ্দিন, মো. আতিকুর রহমান, মো. ফরিদ হোসেন, সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান মিঞা, আব্দুল কাদের কাদের এবং উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মোতাহার হোসেন প্রমুখ।
এর আগে গত ২৩ আগস্ট মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. এমরান হোসেন পুর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করেন। দ্বিতীয় অধিবেশনে সভায় সভাপতিত্ব করেন রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান। সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকাররি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানকে সভাপতি করে ২০ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালিন কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন, মীর আনোয়ার হোসেন টুটুল, মো. সাদেক আলী, মো. ফরিদ হোসেন, মো. সুলতান উদ্দিন, মো. আমজাদ হোসেন, মো. মোশারফ হোসেন, মো. জাকির হোসেন মল্লিক, মো, জাকির হোসেন, মো. কলিম আল আজাদ, চন্দ্র মোহন বিশ^াস, মো. মোস্তাফিজুর রহমান, মো. শাহিনুর হোসেন, মো. ফরিদ হোসেন, আব্দুল লতিফ, মো. শফিকুল ইসলাম, মো. শরিফ হোসেন, মো. মামুনুর রহমান খান, রাবেয়া আক্তার শিমু এবং মো. আব্দুল করিম।
এদিকে মির্জাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালীন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।

Discussion about this post