Print Date & Time : 30 July 2025 Wednesday 8:03 am

মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠনের লক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে অত্যান্ত সুন্দর আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসব এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্তবর্তীকালিন কমিটির সভাপতি ও রানাশাল উচ্চি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহান আতিক।

বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও অন্তবর্তীকালিন কমিটির সদস্য মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গেরামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, মজদৈই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম মিয়া, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলী মিয়া, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম নুরু, বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, সহকারী শিক্ষক ও অন্তবর্তকালিন কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, মির্জাপুর এস কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের এবং রানাশাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

বর্তমান অন্তবর্তীকালিন কমিটির সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করায় তাদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত শিক্ষকবৃন্দ একটি পুর্নাঙ্গ নতুন কমিটি গঠনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

এম/দৈনিক দেশতথ্য//