মির্জাপুরে ২হাজার দুইশ রোজাদারদের মাঝে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেরামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মানবতায় আমরা নামে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মুল উদ্যোক্তা ছিলেন মানবতায় আমরা সংগঠনের চেয়ারম্যান এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সহসভাপতি সমাজ সেবক শিল্পপতি আলহাজ¦ মো. আবুল কালাম আজাদ লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। মানবতায় আমরা সংগঠনের চেয়ারম্যান এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সহসভাপতি সমাজ সেবক শিল্পপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা ওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত ও বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. আবু সাইদ মিয়া ছাদু।
অনুষ্ঠানে মির্জাপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৭.২০২২//

Print Date & Time : 6 July 2025 Sunday 2:48 pm