মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : মির্জাপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা এগারটার দিকে র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এ সময় উপজেরা প্রশাসনের কর্মকর্তাগন বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী মেলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মো. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ও এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post