মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মুজিব উৎসব ও সুবর্ন জয়ন্তী উপলক্ষে ৭ দিন ব্যাপি মেলার উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা এগারটায় উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্ধোধন করেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উদ্ধোধনের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮ টি স্টল স্থান পেয়েছে। এ উপলক্ষে প্রতিদিন মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এায়াজন করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন, পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা এবং অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. সিরাজ মিয়া, মো. তৌহিদুর রহমান তালুকদার রাজিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা প্রমুখ।

Print Date & Time : 22 August 2025 Friday 4:02 am