Print Date & Time : 22 April 2025 Tuesday 7:42 am

মির্জাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :

স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক বিদ্যালয় ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের (নবম-দশম শ্রেণীর) মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত ট্যাব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।

শহীদ ভবানী প্রসাদ সাহা মির্জাপুর সরকারী কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা তাহমিনা জাহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুর ইসলাম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. খোরশেদ আলম প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপজেলার ৫৪ টি মাদ্যমিক বিদ্যালয় এবং ১৪ টি মাদ্রাসার (নবম-দশম শ্রেণীর) ৩০৬ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার হিসেবে একটি করে ট্যাব তুলে দেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//