মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে দুইটি বিদ্যালয়ের ছাত্রীদের অংশ গ্রহনে উৎসব মুখর পরিবেশে হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজ শনিবার (২২ অক্টোবর) বিকেলে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজক ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। হ্যান্ডবল প্রতিযোগিতায় মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নারী আবাহনী দল (১০-০৩) গোলে দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী উচ্চ বিদ্যালয় নারী মোহামেডান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রীতি হ্যান্ড বল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আবাহনী দলের খেলোয়ার নবম শ্রেণীর ছাত্রী মারিয়া ম্যান অব দা ম্যাচ হয়ে পাঁচ হাজার টাকা পুরষ্কার পেয়েছে। পুরষ্কার বিতরনের সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য মো. হযরত আলী মিঞা, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, আমিনুর রহমান আকন্দ, লাবু, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী ছাত্রলীগের সাবেক নেতা মীর আসিফ অনিক, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলাম শরিফ, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন এবং দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম ও সহকারী প্রধান শিক্ষক হরেকৃষ্ণ প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নারী আবাহনী দলের খেলোয়াররা হচ্ছে জয়ারাজ, মারিয়া, রেশমি, আফরোজা, মারিয়া, রিয়া, বিপাশা, জিদনী, জলি, আখি, সাথি, নাহিদা। দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী উচ্চ বিদ্যালয় নারী মোহামেডান দলের খেলোয়াররা হচ্ছে সাবিনা, সাজেদা, আজমিন, সাথি, জুই, হালিমা, শিপ্রা, ফারহানা, তায়েবা, আফসানা, আশামনি, রুপালী ও সুমাইয়া।

Print Date & Time : 2 July 2025 Wednesday 10:27 am