মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
এসএসসি পরীক্ষায় মোবাইলে উত্তরপত্র সরবরাহের অভিযোগে পরীক্ষা কেন্দ্রের বাহির থেকে শাকিল সিকদার (১৯) নামে এক যুবককে আটকের পর দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদুর রহমান।
শাকিল সিকদারের পিতার নাম মফিজ উদ্দিন সিকদার। এ সময় পরীক্ষা কেন্দ্রে পারভেজ নামে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
আজ রবিবার (৩ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ রাজাবাড়ি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, আজ রবিবার ছিল এসএসসি পরীক্ষার পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা। পরীক্ষা চলাকালিন মির্জাপুর ক্যাডেট কলেজ রাজাবাড়ি পরীক্ষা কেন্দ্রে বিশেষ কায়দায় মোবাইলে উত্তরপত্র সরবরাহ হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান জানতে পারেন।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান রাজাবাড়ি পরীক্ষা কেন্দ্রের আশপাশে অভিযান চালিয়ে মোবাইলে উত্তরপত্র সরবাহের সময় শাকিল সিকদার নামে যুবককে আটক করেন। পরে তাকে দুই বছরের কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া মোবাইলে নকলের অভিযোগে একই কেন্দ্রের রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র পারভেজ মিয়াকে বহিষ্কার করা হয়।
অপর দিকে পরীক্ষা চলাকালিন সময় রাজাবাড়ি বাজারে একটি কোচিং সেন্টার খোলা রাখায় ক্যাডেট কোচিং এর মালিক ফেরদৌস সিকদারকে ২০০শ টাকা জরিমানা করে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রাজাবাড়ি বাজারে একটি ফটোকপির দোকান বন্ধ করে দোকানের মালিককে ২০০শ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুদুর রহমান বলেন, সুন্দর সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা গ্রহনের লক্ষে প্রশাসন থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রবিবার নকল সরবরাহের অভিযোগে শাকিল সিকদার নামে এক যুবককে দুই বছরের কারাদন্ড, এক পরীক্ষার্থীকে বহিষ্কার, এক কোচিং সেন্টারের মালিককে ২০০শ টাকা জরিমানা করে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া এবংএকটি ফটোকপির দোকান বন্ধ করে মালিককে ২০০শ টাকা জরিমানা করা হয়েছে। ইতিপুর্বে বিভিন্ন পরীক্ষায় আরও ৬ জন পরীক্ষার্থীকে বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//