মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
বাজারে দ্রব্যমুল্যের স্থিতিশীল ও সিন্ডিকেট ভাঙ্গতে রোজার প্রথম দিনেই টাঙ্গাইলের মির্জাপুরে বাজার মনিটরিং কমিটি বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
এ সময় কয়েকজন ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা অর্থদন্ড ও মালামালসহ ১০ মোটর সাইকেল জব্দ করে থানায় দেওয়া হয়।
আজ রবিবার (২ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদরের ফুটপাতের আশপাশে বিভিন্ন ফলের দোকান ও কাঁচা বাজারসহ বিভিন্ন পাইকারী আড়তে অভিযান চালানো হয়।
এ সময় মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফাহিম আহমেদ ও সেনাবাহিনীর সদস্য, মির্জাপুর থানা পুলিশ, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস সরকার, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা মৎস কর্মকর্তা ফারহা নাহিন উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম বলেন, রোজার মধ্যে কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে যাতে অতিমুনাফা করতে না পারে এবং রাস্তাঘাট বন্ধ করে অবৈধ দোকানপাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে এ জন্য তাদের অভিযান চলমান থাকবে।

Discussion about this post