মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :৩১ বার তোপধ্বনি, শহীদ মিনার ও মুক্তির মঞ্চে পুষ্প স্তবক অর্পন,বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াচ ও ড্রিস প্লে প্রদর্শন এবং পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। ভোর ৬টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, মুত্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, মির্জাপুর সাংবাদিক সংস্থা, বাংলাদেশ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। সকাল আটটা এক মিনিটে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্ধোধন করেন ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অফিসার ইনচার্জ। পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াচ ও ড্রিস প্লে প্রদর্শন হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।
এ সময় ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুকিএতযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন, পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//