Print Date & Time : 10 May 2025 Saturday 4:02 pm

মির্জাপুরে যুবদল ও ছাত্রদলের ছয় নেতা গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিএনপি, যুবদল ও ছাত্রদলেল ছয় নেতা গ্রেফতার হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাতে মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন খোকন, উপজেলা বিএনপির সদস্য ও বাঁশতৈল ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মো. মাসুদ পারভেজ, জামুর্কি ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তাপস, গোড়াই ইউনিয়ন বিএনপির নেতা মো. আলমাছ হোসেন, ছাত্রদলের সাবেক নেতা হাফিজুর রহমান এবং বিএনপি নেতা মো. ইমারত হোসেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং সাধারন সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ বলেন, ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েগ্রেফতারকৃত বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নাশকতার আশংকায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে পুর্বেও নাশকতার অভিযোগ রয়েছে। অন্যায় ভাবে কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//