Print Date & Time : 2 July 2025 Wednesday 12:40 am

মির্জাপুরে রথযাত্রা উপলক্ষে মেলা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে শ্রী শ্রী জগন্মাথ দেবের রথযাত্রা উপলক্ষে মেলা ও পুঁজার আয়োজন হয়েছে। আজ শুক্রবার (১ জুলাই) উপজেলা সদরের কালিবাড়ি রোডে এমেলার আয়োজন এবং শ্রী শ্রী কালি মাতার কেন্দ্রীয় মন্দিরে পুঁজার আয়োজন হয়।
শ্রী শ্রী কালি মাতা কেন্দ্রীয় মন্দিরের কর্মকর্তা শ্রী বাসুদেব বণিক জানান, করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে এ বছর রথটানা হয়নি। সংক্ষিপ্ত পরিসরে মেলা এবং মন্দির প্রাঙ্গনে পুঁজার এায়াজন ছিল।

দৈনিক দেশতথ্য//এল//