Print Date & Time : 21 July 2025 Monday 6:55 pm

মির্জাপুরে রাজাবাড়ি কলেজে শিক্ষকদের সংবর্ধনা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রাজাবাড়ি কলেজে শিক্ষকদের সংবর্ধনা এবং সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর করা হয়েছে। আজ সোমবার (২৪ জুলাই) এ অনুষ্ঠান হয়। রাজাবাড়ি কলেজ ও রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. হুমায়ুন কবীর, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, আওয়ামীলীগ নেতা মো. সালাউদ্দিন ভুইয়া ঠান্ড এবং এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক প্রমুখ।