মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: মির্জাপুরে বেশ কয়েকটি আঞ্চলিক রাস্তা ভেঙ্গে ব্যাপক ক্ষতি হওয়ায় চলাচলের অনুপযোগি হয়ে পরেছে। যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসিদের চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ্য রাস্তাগুলোর মধ্যে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডির রাস্তা। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে রাস্তা ক্ষতিগ্রস্থ্য হওয়ার সত্যতা পাওয়া গেছে।
আজ সোমবার (৯ মে) মির্জাপুর উপজেলা সড়ক ও জনপথ বিভাগ উপবিভাগীয় সহকারী প্রকৌশলী অফিস সুত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের অধিনে মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া রাস্তা সম্প্রতি উন্নয়ন করা হয়েছে। মির্জাপুর-ভাতগ্রাম-কেদারপুর রাস্তারও কাজ শুরু হয়েছে। গোড়াই-সখীপুর রাস্তা এবং পাকুল্যা-দেলদুয়ার রাস্তা ক্ষতিগ্রস্থ্য হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পরেছে। ক্ষতিগ্রস্থ্য রাস্তার তালিকা সংগ্রহ করে অর্থ বরাদ্ধ চেয়ে অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলে ক্ষতিতিগ্রস্থ্য রাস্তাগুলোর সংস্কার করা হবে।
উপজেলা এলজিইডি অফিস সুত্র জানায়, এলজিইডির অধিনে কদিমধল্যা-ছাওয়ালী-বাসাইল রাস্তা, হিলড়া-আদাবাড়ি-ফতেপুর রাস্তা, ফতেপুর-পারদিঘী রাস্তা, কদিমধল্যা-বরাটি রাস্তা, পাকুল্যা-লাউহাটি রাস্তা, কাটরা-উফুলকী রাস্তা, মির্জাপুর-কামারপাড়া-ভাওড়া রাস্তা, ভাবখন্ড-পাইকপাড়া রাস্তা, দেওহাড়া-ফতেপুর-আনাইতারা রাস্তা, ওয়ার্শি-নাগরপাড়া-ভাতগ্রাম রাস্তা, দেওহাটা-বহুরিয়া রাস্তা, কুরনী-ফতেপুর রাস্তা, সোহাগপাড়া-কোদালিয়া রাস্তা, হাটুভাঙ্গা-আজগানা-কুড়িপাড়া রাস্তা, বাঁশতৈল-বালিয়াজান রাস্তাসহ আঞ্চলিক ও গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব রাস্তা এখন চলাচলের অনুপযোগি হয়ে পরেছে। যানবহান চলাচল তো দুরের কথা এসব রাস্তায় পায়ে হেঁটে চলাই দুষ্কার হয়ে পরেছে বেল ভুক্তভোগি এলাকাবাসি অভিযোগ করেছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন জানান, পৌরসভার ৯ ওয়ার্ডের মধ্যে থানা রোড, বংশাই রোড, কুমারজানি রোড, বাজার রোড, বাইমহাটি পালপাড়া, সাহাপড়া, পুষ্টকামুরীসহ অধিকাংশ রাস্তার বেহাল অবস্থা। রাস্তাগুলো সংস্কারের জন্য বরাদ্ধ চেয়ে টাঙ্গাইল উন্নয়ন প্রজেক্টসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করা হয়েছে। বেশ কয়েকটি রাস্তার অর্থ বরাদ্ধ আসার পর উন্নয়ন কাজ শুরু হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো, আরিফুর রহমান বলেন, বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ্য, আঞ্চলিক রাস্তার ক্ষতি হচ্ছে। এলাকা পরিদর্শন করে মাননয়ি এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউএনও মহোদয়ের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্থ্য রাস্তার তালিকা করে প্রকল্প তৈরি করে প্রয়োজনীয় বরাদ্ধ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে। ইতিমধ্যে বেশ কেয়কটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ মির্জাপুর অফিসের উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী বলেন, সড়ক ও জনপথ বিভাগের অধিনের যে সব আঞ্চলিক রাস্তার ক্ষতি হয়েছে এগুলোর প্রকল্প তৈরি করে মন্ত্রনালয়ে পাঠানো হচ্ছে। বরাদ্ধ পেলে রাস্তাগুলোর দ্রুত সংস্কার করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post