মীর আনোয়ার হোসেন টুটুল: বৃষ্টিতে টাঙ্গাইলের মির্জাপুর শহর রক্ষাবাঁধের বড়দাম এলাকায় ও ফতেপুর-পারদিঘী সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সড়ক মেরামত করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন।
আজ রবিবার থেকে এই দুটি সড়কে যান বাহন চলাচল শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। আজ রবিবার দ্রুত সময়ের মধ্যে রাস্তা দুটি মেরামত করা হয়।
আজ রবিবার (১৩ জুলাই) এলাকাবাসি জানান, টানা বৃষ্টিতে মির্জাপুর শহর রক্ষা বাঁধের মির্জাপুর-পাঘরঘাটা-তরক্তারচালা রোডের বড়দাম এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যোগাযোগের ক্ষেত্রে লতিফপুর, তরফপুর, বাঁশতৈল, আজগানা ইউনিয়ন ইউনিয়নের এবং পার্শ্ববর্তী উপজেলা সখীপুর ও বসাইল উপজেলার মানুষ পরেন বিপাকে। লোকজনকে ২০-৩০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো।
এদিকে বৃষ্টিতে ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজার হতে পারদিঘী পর্যন্ত পারদিঘী ব্রিজ সংলগ্ন রাস্তাটি ভেঙ্গে এই এলাকায় সরাসরি যোগযোগ বিচ্ছিন্ন ছিল। রাস্তাটি বিচ্ছিন্ন হওয়ায় ফতেপুর ইউনিয়নের অন্তত ১৫ টি গ্রামের মানুষ পরেন বিপাকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, টানা বৃষ্টিতে মির্জাপুর শহর রক্ষা বাঁধের মির্জাপুর-পাথরঘাটা-তক্তারচালা রোডের বড়দাম এলাকায় বেড়িবাঁধের এবং ফতেপুর-পারদিঘী ব্রিজের পাশে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে যাওয়া রাস্তা দুটি দ্রুত মেরামত করে চলাচলেল উপযোগি করা হয়েছে। যানবাহনসহ লোকজন স্বাভাবিক যাতায়াত করছেন। জনগুরুত্বপুর্ন রাস্তা দুটি দ্রুত সময়ে মেরামত করায় এলাকাবাসি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।