মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মো. আলম চাঁদ এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবাগত অফিসার ইনচার্জকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ক্রেস্ট এবং মুক্তিযুদ্ধের উপর লেখা স্মরনিকা যোদ্ধা প্রদান করে বরন করা হয়।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা এগারটার দিকে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ মতবিনিময় ও ক্রেস্ট প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিপার্টার্স ইউনিটির সভাপতি মীর আেনায়ার হোসেন টুটুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মীর্জা মো. জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার আক্তার, সাবেক মেয়র এড. মোশারফ হোসেন মনি, (ওসি) তদন্ত মো. গিয়াস উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে নবাগত অফিসার ইনচার্জ ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মো. আলম চাঁদকে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ক্রেস্ট এবং মুক্তিযুদ্ধের উপর লেখ স্মরনিকা যোদ্ধা প্রদান করেন অতিথিবৃন্দ। নবাগত অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মির্জাপুরের আইন-শৃঙ্খলার উন্নয়নে তিনি স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলের নের্তৃবৃন্দসহ সকলকে সাথে নিয়ে কাজ করে যাবেন।

Discussion about this post