মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা সারে এগাটার সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল ও সাধারন সম্পাদক মো. নাজমুল ইসলামসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জনপ্রশাসন মন্ত্রনালয় মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মীর্জা জুবায়ের হোসেনকে বদলী করে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ন্যাস্ত করেছেন। মির্জাপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল।
দৈনিক দেশতথ্য//এল//