মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ এপ্রিল) রিপোর্টার্স ইউটিনিটির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের দেশবাসি পত্রিকার নির্বাহী সম্পাদক ও ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা খান আহমেদ শুভ এমপি। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যরিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজির প্রতিনিধি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি মো. আবু আহমেদ, সাধারন সম্পাদক মো. আবুল কাশেম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি মো. মামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারন সম্পাদক এস এম এরশাদ মিয়া, মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক মো. জুবায়ের হোসেন, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া ও সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিকসহ বিভিন্ন রাজিৈনতক দলের নেতা, ব্যবসায়ী, শিক্ষকসহ সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা কারী মো. ফরিদ হোসাইন।
এদিকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা খান আহগমেদ শুভ এমপিকে সম্মননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে প্রয়াত সাংসদ ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপির পুত্র ও উপজেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্তের হাতে শোক বার্তা, রিপোর্টার্স ইউনিটির সদস্য উত্তম বণিকের হাতে তার বাবার মৃত্যুতে শোক বার্তা এবং চারুকলায় টাঙ্গাইল জেলা শিল্পকলায় পুরষ্কার পাওয়ায় বিশিষ্ট্য চিত্র ও সংগীত শিল্পী খন্দকার হুমায়ুন কবীরের হাতে ক্রেস্ট তুলে দেন খান আহমেদ শুভ এমপি। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা খান আহমেদ শুভ এমপি রিপোর্টার্স ইউনিটির প্রত্যেক সদস্যের হাতে ঈদের উপহার হিসেবে একটি করে ব্লেজার তুলে দেন।

Discussion about this post