মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শত বছরেও লৌহজং নদীর উপর পাকা সেতু নির্মান না হওয়ায় যোগাযোগে তিন জেলাবাসির অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
শুকনো মৌসুম এলে নরবরে বাঁশের চালি ও বর্ষা মৌসুম এলে খেয়া নৌকায় জীবনের উপর ঝুঁকি নিয়ে নারী, বৃদ্ধ ও শিশুসহ তিন জেলার হাজার হাজার লোকজন পারপার হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি।
উপজেলা সদরের মির্জাপুর সাহাপাড়া বাবু বাজার-কুমুদিনী হাসপাতাল রোড সংলগ্ন এই লৌহজং নদীর উপর একটি পাকা সেতুর দাবী জানিয়ে ভুক্তভোগি এলাকাবাসি সভা সমাবেশ, লিফলেট বিতরণ, ফেস্টুন ও দেয়ালে দেয়ালে ব্যানার দিয়ে যাচ্ছেন। বর্তমান আধুনিক ডিজিটাল যুগে এসেও এ যেন বাতির নিচেই অন্ধকার।
আজ সোমবার মির্জাপুর সাহাপাড়া বাবু বাজার-কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর পাশে খোঁজ নিয়ে দেখা গেছে নরবরে বাঁশের চালির উপর দিয়ে জীবনের উপর ঝুঁকি নিয়ে লোকজন যাতায়াত করছেন।
ভুক্তভোগিদের মধে রিপন, পিন্টু, মেরাজ রহমান, উত্তমসহ ১৫-২০ জন অভিযোগ করেন, টাঙ্গাইল, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কয়েক লক্ষাধিক লোকজন মির্জাপুর বাবু বাজার-কুমুদিনী হাসপাতাল রোড দিয়ে যাতায়াত করে আসছে।
গুরুত্বপুর্ন এই রোডের লৌহজং নদীর সাহাপাড়া বাবু বাজার- কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা ব্রিজ নির্মান এলাকাবাসির দীর্ঘ দিনের দাবী। কিন্ত তাদের সে দাবী উপেক্ষিত। একটি পাকা সেতু না হওয়ায় সাহাপাড়া, কুতুববাজার, আন্ধরা, সরিষাদাইর, মুসলিমপাড়া, ভাওড়া ইউনিয়ন, বহুরিয়া ইউনিয়ন, ওয়ার্শি ইউনিয়ন, ভাতগ্রাম ইউনিয়ন এবং মির্জাপুর পৌরসভাসহ দক্ষিানাঞ্চলের তিনটি জেলার দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে সাহাপাড়া একটি ব্যবসায়িক কেন্দ্র। পাকা ব্রিজ না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নরবরে বাঁশের চালির উপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করছে। ঝুঁকির মধ্যে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনাসহ প্রাণহানির মত ঘটনা ঘটছে। অসুস্থ্য রোগীদের নিয়ে পরেন বিপাকে। অনেকে রাস্তায় মারা যান। সম্প্রতি নদীর দুই পাশে অপরিকল্পিত ভাবে ব্লক ফেলায় পারাপার আরও ঝুঁকিপুর্ন হয়ে পরেছে।
তারা আরও অভিযোগ করেছেন, উপজেলা সদরে রয়েছে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজ, কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ্বরী হোমস. উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা জুনিয়র স্কুল, আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী ঝুঁকির মধ্যে ৩-৪ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে। তাদের দুর্ভোগের শেষ নেই। গত শুক্রবার (৯ মে) দক্ষিণ মির্জাপুরবাসি লৌহজং নদীর উপর কুমুদিনী হাসপাতাল ঘাট সংলগ্ন একটি পাকা সেতু নির্মানের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষিকা মুক্তি সাহা, ডা. বিপ্লব কুমার সাহা, ব্যবসায়ী দিপক সাহা, খন্দকার সালাউদ্দিন ডন, পিন্টু সাহা ও মোজাম্মেল হক প্রমুখ। এছাড়া কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর উপর একটি পাকা সেতুর দাবী জানিয়ে নদীর উপর সেতু চেয়ে লিফলেট বিতরণ, ফেস্টুন ও দেয়ালে দেয়ালে ব্যানার দিয়েছেন। তারপরও কোন কাজ হচ্ছে না
পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাসুদুর রহমান বলেন, সাহাপাড়া বাবু বাজার এরাকায় লৌহজং নদীর উপর একটি পাকা সেতু নির্মান সময়ের দাবী হয়ে উঠেছে। প্রশাসন থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌাশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল সংলগ্ন একটি পাকা সেতু নির্মান অতি জরুরী হয়ে পরেছে। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্ধ পেলে পাকা সেতু নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post