মীর আনোয়ার হোসেন টুটুল:
টানা বৃষ্টিতে টাঙ্গাইলের মির্জাপুর শহর রক্ষাবাঁধের বড়দাম এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
অপর দিকে প্রবল বর্ষনে ফতেপুর-পারদিঘী রোডে তীব্র ভাঙ্গনের ফলে ঐ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পরেছেন ১৫ গ্রামের গ্রামের মানুষ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের সময়ে রাস্তা মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল করা হবে বলে ঘোষনা দিয়েছেন।
আজ শুক্রবার (১১ জুলাই) উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি ও তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা বলেন, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে মির্জাপুর শহর রক্ষা বাঁধের মির্জাপুর-পাঘরঘাটা- তরক্তারচালা রোডের বড়দাম এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। ফলে যোগাযোগের ক্ষেত্রে লতিফপুর, তরফপুর, বাঁশতৈল, আজগানা ইউনিয়ন ইউনিয়নের এবং পাশ^বর্তী উপজেলা সখীপুর ও বসাইল উপজেলার শতশত লোকজন পরেছেন বিপাকে। তারা বলেছেন, মির্জাপুর শহর রক্ষা বাঁধের মির্জাপুর-পাঘরঘাটা- তরক্তারচালা বেড়িবাঁধ অত্যান্ত গুরুত্বপুর্ন। প্রতি দিন হাজার হাজার জনসাধারণ এই রোড দিয়ে চলাচল করে থাকেন। টানা বৃষ্টিতে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ২০-৩০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। রাস্তাটি দ্রুত মেরামতের দাবী জানিয়েছেন তারা।
এদিকে একই অবস্থা টানা বৃষ্টিতে ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজার হতে পারদিঘী পর্যন্ত পারদিঘী ব্রিজ সংলগ্ন রাস্তাটি ভেঙ্গে সরাসরি যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছেন। রাস্তাটি বিচ্ছিন্ন হওয়ায় ফতেপুর ইউনিয়নেরঅন্তত ১৫ টি গ্রামের মানুষ পরেছেন বিপাকে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, টানা বৃষ্টিতে মির্জাপুর শহর রক্ষা বাঁধের মির্জাপুর-পাথরঘাটা রোডের বড়দাম এলাকায় রাস্তা ভেঙ্গে গেছে। একই অবস্থা ফতেপুর-পারদিঘী ব্রিজের পাশে রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৃষ্টি কমে গেলে ভেঙ্গে যাওয়া রাস্তা দ্রুত মেরামত করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, দুটি রাস্তা ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, তরফপুর ইউপি চেয়ারম্যান মো. আজিজ রেজা ও ফতেপুর ইউনিয়নের বারপ্রাপ্ত চেয়ারম্যান শুভাশিস কর্মকারসহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন থেকে রাস্তা দুটি সংস্কার করা হবে।

Discussion about this post