টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিদপুর গ্রামে ৩০ শহীদের স্মরনে স্মৃতি ফলকের উদ্ধোধন এবং গণহত্যার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) বেলা এগাটায় রুহিদ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আলোচনা অনুষ্ঠানের পুর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নবনির্মিত ৩০ শহীদদের স্মরনে স্মুতি ফলকের উদ্ধোধন করেন।
মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান আকন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম রব্বানী যুবরাজ ও স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পবিত্র সরকার প্রমুখ। উল্লেখ যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভাতগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে পাকহানাদার বাহিনী ও এদেশীয় রাজাকার আলবদর বাহিনী লুটপাট, অগ্নিসংযোগ ও ৩০ জন নিরীহ বাঙ্গালী নারী পুরুষকে নির্মম ভাবে হত্যা করে। তাদের স্মরনে স্বাধীনতার ৫১ বছরেও কোন স্মৃতি ফলক নির্মান হয়নি। রুহিদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকার, ভাতগ্রামের বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার সিকদার এবং সিংজুরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার নিজেদের উদ্যোগে ঐ ৩০ শহীদের স্মরনে স্মুতি ফলক নির্মান করেন। আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে স্মুতি ফলকের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//১৮ মে-২০২২//

Discussion about this post