Print Date & Time : 3 July 2025 Thursday 7:19 pm

মির্জাপুরে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা



টাঙ্গাইলের মির্জাপুরে আজ সোমবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর উপজোর বিএনপি ও এর সহযোগি সংগঠন দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সবায় পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা বিএনপির আহবায়ক ফাতেমা আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। বক্তব্য রাখেন, বিএনপি নেতা এস এম মহসীন, আব্দুর রউফ, আব্দুল কাদের মিয়া, হযরত আলী মিঞা, খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম এবং ডি এম ফরিদ প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২২//