মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে মাঠে রেকার উঠিয়ে দেয়া এবং-শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগে থানার রেকার চালক আইয়ূব আলীকে (কনস্টেবল নম্বর ২০৭৭) পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে মির্জাপুর সরকারি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।
মির্জাপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও প্রভাষক হোসেন জামিলসহ একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, আজ মঙ্গলবার মির্জাপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। দুুপুর সাড়ে বারোটার দিকে মির্জাপুর থানার রেকার চালক আইয়ূব আলী হঠাৎ রেকার নিয়ে ওই মাঠে প্রবেশ করেন। এতে ছাত্র শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। এতে রেকার চালক কনস্টেবল আইয়ূব আলী রেকার থেকে নেমে এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। এ ঘটনায় ছাত্র-শিক্ষকরা ক্ষুব্দ হয়ে আইয়ূব আলীকে আটক করেন।
এদিকে খবর পেয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্দ ছাত্র-শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করেন। এ অভিযোগে তিনি রেকার চালক আইয়ূব আলীকে তাৎক্ষনিক পুলিশ লাইনে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে ছাড়িয়ে নেন।
মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্ষুব্দ শিক্ষক ও ছাত্ররা রেকার চালককে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. আকরাম হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে কন্সটেবল আইয়ুব আলীকে টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, ওসি সাহেবের সঙ্গে কথা বলে অভিযুক্ত রেকার চালককে তাৎক্ষনিক জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post