Print Date & Time : 11 May 2025 Sunday 12:48 am

মির্জাপুরে শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন হঠাৎ স্থগিত ঘোষনা করা হয়েছে।

তফসিল ঘোষনার পর মনোনয়নপত্র ক্রয়ের এক দিন আগে হঠাৎ করে নির্বাচন স্থগিত ঘোষনা হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান, গত ২০ জুন সমিতির সভাপতি এমরান হোসেন নির্বাচনের তফসিল ঘোষনা করেন। সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৩ টি পদের জন্য তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ক্রয় ২ ও ৩ জুলাই, মনোনয়নপত্র জমা ৬ ও ৭ জুলাই, মনোনয়নপত্র বাছাই ১৪ জুলাই, আপত্তি ১৬ জুলাই, আপত্তি নিষ্পত্তি ১৮ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ২১ জুলাই এবং নির্বাচন ৬ আগষ্ট।

এদিকে দুই জুলাই রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমরান হোসেন হঠাৎ করে নির্বাচন স্থগিত ঘোষনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তফসিল ঘোষনা এবং মনোনয়নপত্র ক্রয়ের দিন হঠাৎ করে নির্বাচন স্থগিত ঘোষনা হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, ২০১৮ সালে সর্বশেষ মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন হয়েছিল। নানা জটিলতার কারনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশে চলমান বন্যা পরিস্থিতি এবং কনোর সংক্রমন বেড়ে যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। বন্যার পানি কমার পর এবং কনোর সংক্রমন কমে গেলে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে।

আর//দৈনিক দেশতথ্য//৪ জুলাই-২০২২//