মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মাদক নির্মুলে কঠোর ভুমিকা পালন, ইভ টিজিং বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানউন্নয়নে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি ও এফবিসিসিআইসির পরিচালক খান আহমেদ শুভ এমপির সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন। গতকাল সোমবার (২৩ মে) সন্ধ্যায় কলেজ রোডের সৈয়দ টাওয়ারে এমপির অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (২৪ মে) মির্জাপুর উপজেলা বাংলাদেশ প্রাথমিক সমিতির সভাপতি ও কাণ্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ জানান, এমপি মহোদয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উপজেলার প্রাথমিক শিক্ষার গুনগত পরিবর্তন এবং শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, সাবেক সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক দেওয়ান মো. আজাদুর রহমান আজাদ, সহসভাপতি মো. মোতাহার হোসেন, শিক্ষক নেতা মোশারফ হোসেন, আবুল হোসেন, প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদের, প্রধান শিক্ষক মো. শহিদুল্যা, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, শিক্ষক নেতা মো. দেলোয়ার হোসেন, মো. হাবিবুল্লাহ, আব্দুল মালেক, আব্দুল মান্নান, মোহাম্মদ আমানউল্লাহ, মনিরুজ্জামান, আব্দুল করিম, শরিফুল ইসলাম, মো. শামীম, জাহিদর রহমান জাহিদ ও আশরাফুল আলম প্রমুখ।
বাংলাদেশ প্রথামিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সদস্যদের উদ্যেশে খান আহমেদ শুভ এমপি বলেন, শিক্ষকগন হচ্ছেন মানুষ গড়ার কারীগর ও সমাজের দর্পন। একজন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকই পারেন শিক্ষার গুনগত পরিবর্তন আনতে। তিনি বলেন, শিক্ষার মুল ভিত্তি হচ্ছে প্রাথমিক স্তর। প্রাথমিক স্তরকে শিশুরা যাতে সত্যিকারের ছাত্র হিসেবে গড়ে উঠতে পারে সে জন্য শিক্ষকদের ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান। মির্জাপুর উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে এমপি বলেন, যে কোন সময়ে তাদের পাশে থাকবেন এবং তাদের সকল ধরনের সহযোগিতার আশ^াস দিয়েছেন।
অপর দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ আগামীতে এমপি মহোদয়ের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার ঘোষনা দিয়েছেন।

Discussion about this post