নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে টাঙ্গাইলের মির্জাপুরে ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহর্তে এসে গোড়াই মহেড়া এবং ওয়ার্শি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। নেতাকর্মী এবং ভোটারদের পদচারনায় পুরো এলাকা মুখরিত হয়ে সভা সমাবেশ হচ্ছে। আজ সোমবার তিন ইউনিয়নে খোঁজ নিয়ে এমন চিত্রই পাওয়া গেছে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকতবাল ও দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জানান, গোড়াই ইউনিয়নে নৌকার প্রার্থী আলহাজ¦ মো. হুমায়ুন কবীরে পক্ষে কাজ করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা শ্রমিকলীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, জেলা যুবলীগের সহ সম্পাদক মীর মইন হোসেন রাজিব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আশরাফ খান, সাধারন সম্পাদক সালাউদ্দিন ভুইয়া ঠান্ড, মো. মোশারফ হোসেনসহ ইউনিয়ন আওায়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সাধারন ভোটারগন।
মহেড়া ইউনিয়নে নৌকার প্রার্থী বিভাস সরকার নুপুরের পক্ষে কাজ করছেন ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও জেলা, উপজেলা পর্যায়ে নের্তৃবৃন্দ। ওয়ার্শি ইউনিয়নের নৌকার প্রার্থী মাহাবুব আলম হুরমহলেল পক্ষে কাজ করছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ। ওয়ার্শি ইউনিয়নের দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারন ভোটারগন জোট বেঁধে মাহাবুব আলম মল্লিকের পক্ষে কাজ করায় তার বিজয় নিশ্চিত বলে ভোটরগন জানিয়েছেন। টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এরাকার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজিব, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপির পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা ৮ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে প্রতিদিন সভাবেশ, উঠান বৈঠকসহ প্রচার প্রচারনা করে যাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েতে হোসেন মন্টু বলেন, উপজেলার ্ওায়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী সুসংগঠিত হয়ে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করছেন। ফলে প্রতিটি ইউনিয়নে ৫ জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয় হবে।

Print Date & Time : 5 July 2025 Saturday 2:01 pm