নিজস্ব প্রতিবেদক
শেষ মুহর্তে এসে বাঁশতৈল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৯ ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারন ভোটরগন ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে অবস্থান নেওয়ায় প্রতিটি এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহার মিয়া জানিয়েছেন। আগামী ৫ জানুয়ারি বিপুল ভোটের ব্যবধানে আতিকুর রহমান মিল্টন চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে এলাকার কমৃী সমর্থক এবং ভোটরগন জানিয়েছেন।
আজ রবিবার বাঁশতৈল ইউনয়িনের বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে বিশাল কর্মী সমাবেমের আয়োজন করা হয়। কর্মী সমাবেশে বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার কর্মী সর্মথক আদিবাসি সম্প্রদায়ের নারী পুরুষ সমাবেশে যোগ দেন। কর্মী সমাবেশ এক জনসমুদ্রে পরিনত হয়। ইউনিয়ন আওযামীলীগের সভাপতি মো. আজাহার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক ও নটাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান মিল্টন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোকলেছুর রহমান মোকলেছ, উপজেলা আওযামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও উপজেলা ইটভাটা মারিক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল কাদের বাবুল প্রমুখ।

Discussion about this post