Print Date & Time : 4 August 2025 Monday 12:42 am

মির্জাপুরে শ্রেষ্ঠ কাব শিক্ষক রীনাা রায়

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
২০২৪ সালের জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন রীনা রায়।

তিনি ১০ নং গোড়াই ইউনিয়নের সোহাগপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, রীনা রায় এম এস সি, এম এড পাশ করার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি ২০০১ সালে স্কাউটিং শুরু করেন। শিক্ষা জীবনে তিনি মির্জাপুর উপজেলায় ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহসভাপতি বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখা, তিন বার শ্রেষ্ঠ কাব, ২০২৩ সালে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ কাব, বিশ্ব স্কাউট জাম্বুরী ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় অংশ গ্রহণ এবং ৫০ তম সি এ এল টি কোর্সের জন্য নির্বাচিত হন।
রীনা রায় প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদানের পর শিক্ষার গুণগত মানউন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ঝরেপড়া রোধ, ক্রীড়া, সাংস্কৃতিক অংগন ও সমাজ সেবা মুলক কাজে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রেখে চলেছেন।

এ ব্যাপারে রীনা রায় বলেন, আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দানের পাশাপাশি মানব সেবা করা। এদিকে রীনা রায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ্য কাব নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, এসিল্যান্ড মাসুদুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শর্মিষ্ঠা রানী মজুমদারসহ শিক্ষক নেতৃবৃন্দ এবং উপজেলার শিক্ষক সমাজ।