মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সবুজ বনায়ন গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে এক দিনে এক লাখ ফলজ বৃক্ষের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে মির্জাপুর উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষেল চারা রোপনের সিন্ধান্ত নিয়েছেন। এ উপলক্ষে শনিবার (১৫ জুলাই) দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে সকাল দশটায় ফলজ বৃক্ষের চারা রোপন উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংসদ খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড সুচী রানী সাহা, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-ছাত্রছাত্রী এবং গণমাধ্যমকর্মীগন উপস্থিত থাকবেন।
আজ শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার জানান, সবুজ বনায়ন গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সরকারী নির্দেশনায় উপজেলার ৫৪ মাধ্যমিক বিদ্যালয় এবং ১৪ মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী এক যোগে এক দিনে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপন করবে। এছাড়া শিক্ষার্থীরা বিদ্যালয়ে চারা রোপনের পাশাপাশি নিজ বাড়ির আঙ্গিনায় নিজেদের উদ্যোগে অভিভাবকদের সঙ্গে নিয়ে অন্ততপক্ষে একটি করে গাছের চারা রোপন করবে। এভাবে এক দিনে প্রায় এক লাখ গাচের চারা রোপন করা হবে।
এদিকে গাছের চারা রোপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে নারী জাগরণের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসে সকাল আটটায় সবুজ চত্তরে ছাত্রীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর পরিচালক, হোমসের অধ্যক্ষ শিক্ষক মন্ডলী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত থাকবেন বলে হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আগামীকাল শনিবার এক দিনে এক যোগে এক সঙ্গে এক লাখ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রশাসন থেকে তাদের সার্বিক ভাবে সহযোগিতা দেওয়া হচ্ছে।

Print Date & Time : 21 July 2025 Monday 1:56 pm