মীর আনোয়ার হোসেন টুটুল:
৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আন্তঃউপজেলা সাঁতার প্রতিযোগিতায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্তরের পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে এ সাঁতার প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারা মো. জুলফিকার হায়দার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, আজ রবিবার উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাঁতার প্রযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ইভেন্টের মধ্যে ছোট দলের ৩ জন, মধ্যম দলের ৩ জন, বড় দলের ৩ জন এবং রিলে সাঁতার প্রতিযোগতায় ৪ জনসহ ১৩ টি ইভেন্টে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান আতিক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আজাহারুল ইসরাম আজাহারসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় বিএনবি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ সাঁতারোদের অভিনন্দন জানিয়েছেন।