মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে শতভাগ রপ্তানী মুখী শিল্প প্রতিষ্ঠান সাইথ ইস্ট টেক্সটাইল মিলে এ উৎসব মুখর পরিবেশে শ্রমিকদের অংশ গ্রহন মুলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৪ ডিসেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই শিল্পাঞ্চলের সাইথ ইস্ট টেক্সটাইল মিলে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার মো. গোলাম রসুল ভূইয়া।
রবিবার দুপুরে সাইথ ইস্ট টেক্সটাইলের বিভিণ্ন ইউনিট ঘুরে দেখা গেছে, প্রতিটি ইউনিটে শ্রমিকরা সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশে লাইনে দাড়িয়ে নিজেদের ভোট প্রদান করছেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের ম্যানেজার (কমপ্লাইন) মো. রাসেল খান এবং সিবিএ নেতা ও গোড়াই শিল্পাঞ্চল আওয়ামীলীগের (পুর্ব) সভাপতি মো. আশরাফ খান জানান, ২০১৫ এবং ২০২২ বাংলাদেশ শ্রমবিধি (সংসোধিত) মোতাবেক দুই বছর অন্তর অন্তর শ্রমিকদের অংশ গ্রহন মুলক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছর ১৩ টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। ৫ হাজার ৫০০শত জন শ্রমিকের মধ্যে মোট ভোটার ছিল ৩ হাজার ৬১৩ জন। শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহনের চিত্র দেখে প্রতিষ্ঠানের কর্মকর্তাগন সন্তোষের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশানার মো. বজলুর রহমান খান এবং সদস্য সচিব ছিলেন নুপুর আক্তার।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. গোলাম রসুল ভূইয়া বলেন, সাউথ ইস্ট টেক্সটাইল লি. একটি শতভাগ রপ্তানী মুখী বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। মালিক ও শ্রমিকদের সমন্ময়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। শিল্প মালিকদের সংগঠন, বায়ার এবং সরকারী নীতিমালায় এখানে শ্রমিকদের নানা সুযোগ সুবিধা নিয়ে প্রতি দুই বছর অন্তর অন্তর অংশগ্রহন মুলক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার প্রদীপ নাথ, জিএম (এইচআর এম) মো. রফিকুর ইসলাম, ম্যানেজার (কমপ্লাইন) মো. রাসেল খানসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post