মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।।টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক সম্প্রতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
এ সময়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, বানিয়ারা দুরল উলুম বাবুল সিনিয়র দাকিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার সেন লালু, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুরঞ্জন শেঠ তাপস প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//২১ সেপ্টেম্বর-২০২২