Print Date & Time : 4 September 2025 Thursday 11:29 pm

মির্জাপুরে সারে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আউটপাড়া গ্রামে ময়না তদন্তের জন্য সারে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

বাদীর আবেদনের প্রেক্ষিতে ও আদালতের নির্দেশে আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে লাশ উত্তোলন করা হয়।

এ সময় নিহতের পরিবারের সদস্য ছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, সারে তিন মাস পুর্বে উপজেলার ওয়ার্শি ইউনিয়নের আউটপাড়া গ্রামের মৃত হামেদ মিয়ার পুত্র সুরুজ মিয়া (৫০) এবং তার ভাই লতিফ মিয়া, ভাতিজা বিপ্লব ও জয় এর সঙ্গে পারিবারিক বিরোধ নিয়ে মারামারি হয়। মারামরিতে সুরুজ মিয়া গুরুতর আহত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকগন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে মামলা হয়। মামলায় তার বাই লতিফ মিয়া জেল হাজতে রয়েছেন। মারা যাওয়ার পর পুলিশকে না জানিয়ে তার লাশ দাফন করা হয। এ বিষয়ে মামলা হলে বাদী লাশ ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালনের নির্দেশে আজ রবিবার লাশ উত্তোলন করা হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান ও পুলিশের উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান বলেন, আদালতের নির্দেশ পেয়ে তারা লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আদালত।