মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলা আজ বুধবার (২৩ মার্চ) শেষ হেয়েছে। আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা উৎসবসহ নানা আয়োজনে ৭ দিন ব্যপী মেলা প্রাঙ্গন দর্শক ও শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ছিল
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন বলেন, সাত দিন ব্যাপি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের ২৮ টি স্টল ছিল। স্টলকে আকর্ষনীয় করতে সরকারী বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের নানা দিক তুলে ধরা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা শিক্ষা অফিস, সমাজ সেবা অফিস, বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, উপজেলা প্রকৌশলী অফিস, মির্জাপুর পৌরসভা, ভুমি অফিস, নির্বাচন অফিস, জনস্বাস্থ্য ও প্রকৌশল অফিসসহ সরকারী বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্টলগুলো ছিল আকর্ষনীয়। সবচেয়ে বেশীয় আকর্ষনীয় ছিল উপজেলা শিক্ষা অফিস। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন বঙ্গবন্ধু কর্নার ও দেয়াল পত্রিকা প্রকাশ করেছিলেন। মেলা প্রাঙ্গনে প্রতি দিন সন্ধ্যার পর ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ও শিক্ষার্থী তাবাসুম তানিয়া জানায়, মির্জাপুর উপজেলায় ইতিপুর্বে এত সুন্দর পরিবেশে কখনো মেলা দেখা যায়নি। সাত দিন ব্যাপি মেলায় সুন্দর পরিবেশে আমরা অনেক কিছু দেখেছি ও শিখেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, গত ১৭ মার্চ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম জয়ন্তী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে সাত দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলার উদ্ধোধন করা হয়। মেলাকে উৎসব মুখর করতে ছিল নানা আয়োজন। স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ, এসিল্যান্ডসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post