Print Date & Time : 5 July 2025 Saturday 12:17 pm

মির্জাপুরে স্কুলে স্কুলে বই উৎসব

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :মির্জাপুরে স্কুলে স্কুলে বই উৎসব হয়েছে। প্রথম দিনে বই পেয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী

আজ রবিবার (১ জানুয়ারি) উপজেলার ৫২ টি মাধ্যমিক স্কুল, ১৪ টি মাদ্রাসা এবং ১৭০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এক যোগে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
সকাল দশটা ও বেলা এগারটায় উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য খান আহমেদ শুভ এমপি।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মেয়র সালমা আক্তার, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, মাধ্যমিকি শক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীল হোসেন, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার, সহসভাপতি মো. হযরত আলী মিঞা, প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক বাবু হরেকৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন।

অপর দিকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মোবারক হোসেন সিদ্দিকী ও বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষকক মো. জুলহাস উদ্দিন মিয়া।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীল হোসেন, বলেন, উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৯০ হাজার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেওয়া হগয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//