Print Date & Time : 11 May 2025 Sunday 1:46 am

মির্জাপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ

নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ মিয়ার নির্বাচনী জনসভা চলছিল। ও্ই সভার ছবি তোলাকে কেন্দ্র করে হামলার ঝটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হুমায়ুন তালুকদারের ছোট ভাই যুবলীগ নেতা তোজাম্মেল হোসেন টিটুসহ কয়েকজন আহত হয়েছেন। নৌকা প্রতিকের প্রার্থী আব্দুর রউফ ও তার পুত্র আলামিন সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই হামলার ঘটনার সময় উত্তেজিত কর্মী সমর্থরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনার প্রতিবাদে আজ বুধবার (৮ জুন) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন তালুকদারের কর্মীরা রাতে হামলার শিকার তোজাম্মেল হোসেনকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে মির্জাপুর থানায়িএকটি অভিযোগও দিয়েছেন।

জানা গেছে, আজ বুধবার বিকেলে ফতেপুর ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রউফ মিয়ার নির্বাচনী জনসভা ছিল কুরনী বাজারে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তালূকদার রাজিব, সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান তালকদার কনকসহ নের্তৃবৃন্দ।

সভায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন তালুকদারের ছোট ভাই যুবলীগ নেতা তোজাম্মেল হোসেন টিটু মোবাইলে ছবি তুলতে গেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ, তার পুত্র আলামিনসহ ১০-১২ জন টিটুর মোবাইল ছিনিয়ে নিয়ে হামলা তার উপর হামলা চালায়।

এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ব্যারিকেট দিয়ে ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দ্ইু গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে।

এ দিকে রাতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে টিটু অভিযোগ করেন, পরাজয় নিশ্চিত জেনে রউফ, তার পুত্র আলামিন ও তাদের সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে। তাদরে কর্মী সমর্থকদের নানা ভাবে হুমকি ও ভয়ভিতি দেখাচ্ছে। তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা সন্ত্রাসী আব্দুর রউফ ও তার বাহিনীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এ ব্যাপারে নৌকার প্রার্থী আব্দুর রউফ, তার পুত্র আলামিনসহ অজ্ঞাত ১০-১২ জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, কে বা কারা টিটুকে মেরেছে এ বিষয়ে তিনি কিছু জানেন না। নির্বাচনে পরিবেশ বিঘœ সৃষ্টি করার জন্য তার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে বলে তিনি দাবী করেন।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, একটি দুষ্টু চক্র তার গাড়িতে হামলা ও ভাংচুরের চেষ্টা করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুন