দুই গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগে এলাকা উত্তপ্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে ১২ নং তরফপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আজিজ রেজার উপর অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুর রহমান শরিফ ও তার সমর্থরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তার ডান হাত ভেঙ্গে গেছে বলে তিনি অভিযোগ করেন।
অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুর রহমান শরিফ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আজিজ রেজা তার কর্মী আলী হোসেনের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। তিনি সরকারী হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। দুই গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ রবিবার (১২ জুন) দুপুরে তরফপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মকান্ডে ও কর্মী সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
আজ রবিবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আজিজ রেজা অভিযোগ করেন, দুপুরে তার কর্মী সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা বের করে মহড়া দিতে গেলে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুর রহমান শরিফ ও তার সমর্থরা পুর্ব পরিকল্পিত ভাবে ডোহাতলী এলাকায় তার উপর হামলা চালায়। হামলায় তার ডান হাত ভেঙ্গে যায়। এ সময় তার বেশ কয়েক জন কর্মী সমর্থকও আহত হয়। প্রতিপক্ষ তার কর্মী সমর্থক এবং এলাকার ভোটারদের নানা ভাবে ভয়ভিতি দেখাচ্ছে।
এ ব্যাপারে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুর রহমান শরিফ অভিযোগ অস্বীকার করে বলেছেন, মো. আজিজ রেজা ও তার কর্মীরা টাকা নিয়ে প্রকাশ্যে ভোট কিনতে গেলে এলাকার নারী পুরুষরা তাকে ধাওয়া করে। পরে গিয়ে তিনি ব্যাথা পেয়েছে। আজিজ রেজা ও তার লোকজন তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে যার কোন ভিত্তি নেই। তিনি থানায় লিখিত অভিযৈাগ দিয়েছেন এবং পুলিশ ঘটনার তদন্ত করছেন।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেন বলেণ, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়ায় তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।
উল্লেখ্য যে, আগামী ১৫ জন ইউপি নির্বাচনে রফপুর ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন চারজন প্রার্থী। তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম মোল্লা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান সাঈদ আনোয়ার (আনারস), সাবেক দুইবারের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরীফ (চশমা), স্বতন্ত্র প্রার্থী আজিজ রেজা (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী বছির উদ্দিন খান (ঘোড়া)। তবে সাঈদ আনোয়ার ও বছির উদ্দিন খান আজিজ রেজাকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার পক্ষে নির্বাচনী এলাকায় ভোট প্রার্থনার করছেন।
এবি//দৈনিক দেশতথ্য// জুন ১২,২০২২//

Discussion about this post