Print Date & Time : 21 August 2025 Thursday 8:59 pm

মির্জাপুরে স্বর্ন পদক পেলেন কবি আসাদুজ্জামান বাবুল


মীর আনোয়ার হোসেন টুটুল
কবিতা ও পরিবেশ বিষয়ক উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য এ বছর স্বর্ন পদক পেলেন কবি আসাদুজ্জামান বাবুল। কবি আসাদুজ্জামানের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা-খলিয়াজানি গ্রামে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল সাধারন গ্রন্থাগার মিলনায়তনে তাকে স্বর্ন পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক এমপি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন সবুজ পৃথিবী সংগঠন। সংগঠনটির এক যুগ পুর্তি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর ৬ ব্যক্তিকে স্বর্ন পদক দেওয়া দেওয়া হয়। সবুজ পৃথিবী সংগঠনের সভাপতি ড. কায়েম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস. এম সাইফুল্লাহ, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক জমির উদ্দিন, টাঙ্গাইল সাধারন গ্রন্থাগারের সাধারন সম্পাদক কবি ও সাংবাদিক মাহমুদ কামাল, সবুজ পৃথিবী ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় সমন্ময়কারী স্বাধীন চৌধুরী এবং সবুজ পৃথিবীর সাধারন সম্পাদক সহিদ মাহমুদ। পরে স্বর্ন প্রদক প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, কবি আসাদুজ্জামান বাবুল ইতিপুর্বেও কবিতা, গান, নাটকসহ সাংস্কৃতিক অংগনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠন একাধিক পুরষ্কার দিয়েছেন।
এদিকে ২০২২ সালে কবি আসাদুজ্জামান বাবুল কবিতা ও পরিবেশের উপর বিশেষ অবদান ও স্বর্ন পদক পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।