মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: পাওয়ানা ৪৫০ টাকা চাওয়ায় তিন খুনীর হাতে নির্মম ভাবে খুন হয়েছেন রাজমিস্ত্রি মজনু সরকার (৩২)।
খুনীরা জামিনে এসেই বাদী ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী। স্বামী হত্যার বিচার চেয়ে নাবালক দুই সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় আকলিমা বেগম। খুনীদের ভয়ে সন্তানদের অন্যত্র সরিয়ে রেখেছেন বলে মামলার বাদী আকলিমা বেগম অভিযোগ করেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুই নম্বর জামুর্কি ইউনিয়নের চুকুরিয়া গ্রামে এ অমানবিক ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) মামলার বাদী আকলিমা বেগম অভিযোগ করেন, তার স্বামী মজনু সরকার পেশায় রাজমিস্ত্রি ছিলেন। দুই সন্তান নিয়ে তাদের কষ্টের সংসার। আমার স্বামী মজনু সরকার একই গ্রামের হাসান মিয়ার পুত্র আল আমীনের নিকট ৪৫০ টাকা পাওনা ছিল। আল আমীনের নিকট ধার নেওয়া ৪৫০ টাকা চাওয়ায় এ নিয়ে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বিরোধকে কেন্দ্র করে আল আমীন, সাবেক মেম্বার আব্দুল কাদের ওরফে কয়েস মিয়ার ছেলে হুমায়ুন ও আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে জহিরুল মিলে আমার স্বামীকে খুনের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ১৩ নভেম্বর রাতে আমার স্বামীকে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়।
তিন জনের পরিকল্পনা মোতাবেক আমার স্বামীকে নির্মম ভাবে হত্যার পর লাশ পাশ^বর্তী ভররা গ্রামের লাবু মিয়ার পুকুরে ফেলে রাখে। ঘটনার দুই দিন পর ১৫ নভেম্বর স্থানীয় লোকজন ঐ পুকুরে লাশ ভেসে থাকতে দেখে আমাদের খবর দেয়। পুরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এ ব্যাপারে ১৬ নভেম্বর আকলিমা বেগম বাদী হয়ে হুমায়ুন, আল আমীন ও জহির উদ্দিনসহ অজ্ঞান আরও কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামী হুমায়ুন ও জহির উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
ঘটনার কয়েক দিন পরেই আসামীরা মোটা অংকের টাকার বিনিময়ে জামিনে ছাড়া পায়। খুনীরা জামিনে এসেই অপর আসামী আল আমীন ও তার সহযোগিরা অসহায় আকলিমা বেগম, তার দুই নাবালক সন্তান মেয়ে মেঘলা (৭) ও ইসরাফিল (৩) সহ পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। খুনীদের ভয়ে দুই সন্তানকে অন্যত্র সরিয়ে রেখেছেন বলে জানায়। ফলে পরিবারটি খুনীদের ভয়ে চরম নিরাপত্তাহীনায় ভুগছে। পরিবারের নিরাপত্তা ও নাবালক দুই সন্তান নিয়ে ন্যায় বিচার চেয়ে আকলিমা বেগম এখন দ্বারে দ্বারে ঘুরছেন।
এর আগে আকলিমা বেগম দুই সন্তান নিয়ে স্বামী হত্যার বিচার, খুনীদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা চেয়ে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপির কাছে এসেছিলেন। এমপি মহোদয় আকলিমা বেগমের স্বামী খুনের করুন কাহিনী শুনে ন্যায় বিচার নিশ্চিত ও আসামীদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশ অফিসার (উপপরিদর্শক) ও মামলার তদন্তকারী অফিসার মো. নবি হোসেন বলেন, মজনু সরকার খুনের ঘটনায় আসামীদের গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছিল। বর্তমানে তারা জামিনে এসেছে বলে জানতে পেরেছেন। তবে মামলার বাদীকে যদি হুমকি বা ভয়ভিতি দেখান এমন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাদী আকলিমা বেগম ও তার পরিবারকে আইনী সার্বিক সহযোগিতা দেওয়া হবে। এই মামলাটি সার্বিক দেখাশোনা করছেন ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post