নিজস্ব প্রতিবেদক
আজ রবিবার (১৪ নশে^র) টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২২ জন এবং ছাত্রী ১৭ জন। স্বাস্থ্য বিধি মেনে প্রথম দিনে পরীক্ষায় অংশ গ্রহন করেছে তিন হাজার ২০৩ জন। এর মধ্যে ছাত্র ১৬৮০ এবং ছাত্রী ১৫২৬ জন। ৬ টি পরীক্ষা কেন্দ্রে চলতি বছর মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭০ জন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেথ দিপুসহ প্রশাসনের কর্মকর্তাগন পরিদর্শন করেছেন।
আজ রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ ও একাডেমিক সুমার ভাইজার মি. প্রবীর কুমার চৌধুরী জানান, মির্জাপুর সরকারি কলেজ কেন্দ্রে এক হাজার ৬৯৩ জন, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৩২৪ জন, রাজাবাড়ি কলেজ কলেজ কেন্দ্রে ৬০৮ জন, বাঁশতৈল খলিলুর রহমান কলেজ কেন্দ্রে এক হাজার ৩৪০ জন, মির্জাপুর আফাজ উদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৩৬৪ জন জন মির্জাপুর সরকারি কলেজে কেন্দ্রে ভোশনাল শাখার পরীক্ষার্থী ৩৪৯ জনসহ মোট ৬ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ গ্রহন করেছে। প্রথম দিনে এসএসসি পরীক্ষার্থী ২৫১৩ জন, দাখিল পরীক্ষার্থী ৩৪৪ জন এবং ভোকশনাল শাখার পরীক্ষার্থী ৩৪৮ জনসহ প্রথম দিনে পরীক্ষায় অংশ গ্রহন করেছে তিন হাজার ২০৩ জন। এর মধ্যে ছাত্র ১৬৮০ এবং ছাত্রী ১৫২৬ জন। বিভিন্ন কারনে আজ রবিবার প্রথম দিনে ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে তারা জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, চলতি বছর এসএসসি সাধারন শাখায় ৫ হাজার ৯৫৭ জন, দাখিল ৩৬৪ জন ও ভোকেশনাল শাখায় ৩৪৯ জন পরীক্ষার্থী সরকারী নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করেছে। পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে পরীক্ষা দিতে পারায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগন তাদের স্বস্তির কথা জানিয়েছেন।

Discussion about this post