মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা স্বাস্থ্য ককমপ্লেক্সের সম্প্রসারিত টিকাদান কর্মসুচী (ই পি আই) নিয়োজিত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীগন ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসুচী পালন করেছেন। মঙ্গলবার সকাল (৮ টা- ১০ টা) পর্যন্ত এই কর্মসুচী পালিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মির্জাপুর উপজেলা শাখা এ কর্মসুচীর আয়োজন করেন। অবস্থান কর্মসুচীতে কর্মরত সকল স্বাস্থ্য সহকারীগন অংশ গ্রহন করেন।
উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীদের কাজী রাশিদা বলেন, তাদের দাবীর মধ্যে রয়েছে নির্বাহী আদেশে নিয়োগবিধি সংসোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/ সমমান নির্ধারন এবং ১৩ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করে ১১ তম গ্রেডে বেতন স্কেল নিশ্চিত করা, পদোন্মতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে নিশ্চিত করা, পুরাতন নিয়োগবিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হলেও অভিজ্ঞতার ভিত্তিতে সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক পাস স্কেলে আত্বীকরণ, বেতন স্কেল উন্নীত করণের পুর্বে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর গ্রেড সমৃহ পুনঃনির্ধারিত স্কেলের সঙ্গে যোগ করার দাবি এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে গন্য করে সরাসরি ১১ তম গ্রেড প্রদান।
দুই ঘন্টা ব্যাপি অবস্থান কর্মসুচী পালনের সময় বক্তাগন বলেন, স্বাস্থ্য সহকারীগন দেশের টিকাদান কর্মসুচী সফল ভাবে বাস্তবায়ন, মা ও শিশু স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধে অগ্রণী ভুমিকা রাখলেও তাদের নায্য বেতন-স্কেল ও পদমর্যাদা এখনও স্বীকৃতিসহ বাস্তবায়ন হয়নি। ফলে স্বাস্থ্য সহকারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। এ বৈষম্য দুর করতে ৬ দফা দাবির বাস্তবায়ন এখন সময়ের দাবী। বর্তমান অন্তবর্তীকালিন সরকার তাদের এ দাবী বাস্তবায়ন করবে বলে বিশ্বাস। তাদের এ দাবী দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য //