Print Date & Time : 23 August 2025 Saturday 4:51 pm

মির্জাপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুরে ১৭ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক এ সামগ্রী বিতরণ করা হয়।
আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় এবং ইউনিসেফের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রথম ধাপে ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে এ সামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হবে।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, ভাতগ্রাম কৈলাশ রাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন দেওয়ান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলিতান উদ্দিন এবং বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//