মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে বৃক্ষরোপনসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াজেদ মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোবারক হোসেন মিতুল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাহ্ উদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন প্রমুখ বক্তৃতা করেন।
আলোচনা শেষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাপ্ত হয়। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। নানা কর্মসূচির অংশ হিসেবে ডাস্টবিন প্রতিস্থাপন করেন অতিথিরা। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়

Print Date & Time : 21 August 2025 Thursday 3:40 pm