মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ অর্জন এর উদ্বোধন করা হয়েছে।
১৩ ডিসেম্বর মির্জাপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্মৃতিসৌধ অর্জন এর উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্মৃতিসৌধ অর্জন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেল পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সার্বিক সহায়তায় স্মুতিসৌধ অর্জন নির্মিত হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post