Print Date & Time : 22 August 2025 Friday 12:18 pm

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ নিহত-২


মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৮ মার্চ) গোড়াই হাইওয়ে থানার এসআই মো. হাশেম জানান, আজ মঙ্গলবার ভোর সারে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুষ্টকামুরী বাইপাস এলাকায় এক যুবক সাইকেল নিয়ে আসার পথে কোন পিকআপ বা মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থেেলই তিনি নিহত হন। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত তার কোন পরিচয় মিলেনি। হাইওয়ে থানার পুরিশসহ পিবিআই লাশ সনাক্তের চেষ্টা করছেন।
মহাসড়কের গোড়াই এলাকায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় লেগুনার চাপায় জান্নাতুল (৪) নামে এক শিশু নিহত হয়েছে। তার পিতার নাম রাশেদুল ইসলাম। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দে। শিশুর পিতা ও মাতা গোড়াই শিল্পাঞ্চলে পোষাক শ্রমিক। গোড়াই নাজির পাড়া এলাকায় ভাড়া থাকতেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক বলেন, দুটি ঘটনায় মামলা হয়েছে। শিশুর পরিচয় পাওয়া গেলেও ঐ যুবকের পরিচয় মিলেনি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।