মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ আর এফ এল কোম্পানীর বিক্রয় প্রতিনিধিসহ তিনজন নিহত হয়েছে। আজ রবিবার (১৩ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া, কুরনি এবং শুভুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ সুত্র জানায়, প্রথম দুর্ঘটনা ঘটে ভোর সারে চারটার দিকে। ধেরুয়া নামক স্থানে একটি ট্রাক চাপায় জুবায়ের হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়। তার পিতার নাম আকের আলী। গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠেঙ্গারচড়া গ্রামে। সে পেশায় ট্রাক শ্রমিক।
দ্ধিতীয় দুর্ঘটনা ঘটে ভোর ছয়টার দিকে মহাসড়কের কুরনী নামক স্থানে। আব্দুর রাজ্জাক (৪২) নামে এক ব্যক্তি ট্রলি নিয়ে যাওয়ার সময় ঘাতক একটি বাস চাপায় তিনি নিহত হন। তার পিতার নাম মোহাম্মদ আলী। বাড়ি শেরপুর সদর উপজেলায় মধ্যআলী গ্রামে।
তৃতীয় দুর্ঘটনা ঘটে মহাসড়কের শুভুল্যা নামক স্থানে দুপুর আড়াইটার দিকে। কামরুজ্জামান (৩০) নামে এক যুবক মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথে সিএনজি অটো তাকে চাপা দিলে গুরুতর আহত হন। কুমুদিনী হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। তার পিতার নাম আব্দুল কাদের মিয়া। বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায়। কামরুজ্জামান প্রাণ আর এফ এল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের রাশ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Discussion about this post