মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে বহিরাগত একদল সন্ত্রাসী এবং এস কে পাইরঠ সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৮-৯ জন শিক্ষার্থীদের হামলায় অন্তত ১০ জন পরীক্ষার্থী আহত হয়েছে। বহিরাগতদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবীতে এলাকাবাসি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন।
আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরনী বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত এসএসসি শিক্ষার্থীদের মধ্যে মাহবুব ও শান্ত জানায়, আজ মঙ্গলবার (৯ মে) ছিল মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা। ঐ কেন্দ্রের ৯ নং কক্ষে কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, হিলড়া আদাবাড়ি উচ্চ বিদ্যালয় এবং কাওলজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ মঙ্গলবার পরীক্ষা শেষে কুরনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা বাড়ি যাওয়ার জন্য মির্জাপুর পুরাতন বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষা করলে পুষ্টকামুরী গ্রামের ১০-১২ জন বহিরাগত ও মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৮-৯ জন শিক্ষার্থী মিলে তাদের উপর হামলা চালায়। হামলায় কুরনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাহবুব, শান্ত, শিশির, সাকিল, রাহিম ও লাবন্যসহ ১০ জন আহত হয়। আহতদের মদ্যে মাহবুব ও শান্তকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে এই খবর এলাকায় ছড়িয়ে পরলে অভিভাবক ও বিক্ষবব্দ এলাকাবাসি দুপুর আড়াইটার দিকে কুরনি বাস স্টেশন এলাকায় ব্যারিকেট দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, ফতেপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলে এলাকাবাসি অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্তা গ্রহন করা হবে। যাদের উপর হামলা করা হয়েছে তারা আগামীকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসার ব্যবস্থা করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//