মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পুর্ব পাশের তারা চাঁদ মার্কেটের হাসান গার্মেন্টেসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
পুড়ে গেছে নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার মালামাল। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্মীদের দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পেয়েছে পুরো মার্কেট। গতকাল বুধবার দিবাগত রাতে এ আগুনের ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ফায়ার সার্ভিস ও পুলিশ সুত্র জানায়, গতকাল বুধবার রাতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহর্তের মধ্যে হাসান গার্মেন্টেসের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে দোকানের ভিতরে ছড়িয়ে পরে। খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা চালায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রেনে আসে। এ সময় পুড়ে যায় দোকানের ক্যাশে থাকা নগদ টাকাসহ সকল মালামাল। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা বলে দোকানের মালিক হাসান জানিয়েছেন।
এ ব্যাপারে ব্যবসায়ী হাসান ও তার পবিার জানিয়েছেন, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ, বিভিন্ন লোকজনদের নিকট থেকে ধার দেনা এবং মহাহনদের কাছ থেকে বাকিতে মালামাল এনে ব্যবসা করে ছিলেন। দোকানের পুজির পরিমান ছিল প্রায় অর্ধ কোটি টাকা। আগুনে দোকানের সব কিছু পুড়ে যাওয়ায় চরম বিপাকে পরেছেন।
এদিকে খবর পেয়ে পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি ঘটননাস্থল পরিদর্শন করেছেন। তিনি মির্জাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তাদের ঘটনার তদন্তের নির্দেশনা দিয়েছেন। ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী হাসানকে সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এমপি খান আহমেদ শুভ।
দৈনিক দেশতথ্য//এইচ//