টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সদরের গোড়াইল ভবনের জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদ, সহ সভাপতি মো. সিবার উদ্দিন, সাধারন সম্পাদক মো. আবুল কাশেম, পৌর জাতীয় জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আশরাফ আহমেদ এবং জাতীয় পার্টির নেতা মো. বাদশা সিকদার প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিম মো. সেলিম হোসেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৪,২০২২//

Discussion about this post