মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুরে ১০৩ পাউন্ড কেক কাটাসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ শনিবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন, উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম ও এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//